প্রকাশিত: Sun, Jul 16, 2023 11:06 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:57 AM

[১]দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইইউকে লেবার পার্টি

রিয়াদ হাসান: [২] গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। 

[৩] রোববার বিকালে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে লেবার পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দল এ স্মারকলিপি পৌছে দেয়।

[৪] স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

[৫] তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে জাতীয় বা স্থানীয় কোনও নির্বাচনই সুষ্ঠু হয়নি। একদলীয় সরকারের অধীনে একদলীয় নির্বাচন হয়েছে। 

[৬] প্রতিনিধি দলে ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম ও মেজবাউল ইসলাম সজিব। সম্পাদনা: তারিক আল বান্না